দুস্থদের মাঝে নবীন মেলার খাবার বিতরণ

| মঙ্গলবার , ১৬ মার্চ, ২০২১ at ১১:০৬ পূর্বাহ্ণ

নবীন মেলার বার্ষিক সেবামূলক কর্মসূচির অংশ হিসেবে গত ৮ মার্চ থেকে মহানগরের মোমিন রোড, জামাল খান, কাজীর দেউড়ি, লালখান বাজার, সিডিএ এভিনিউ, মেহেদীবাগ, সার্সন রোড এলাকায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন নবীন মেলার সভাপতি জামাল উদ্দীন বাবুল, পৃতুল দাশ, রৌদ্র পাল ও মোহাম্মদ ওয়াজিদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকেসিদে রোডে পাঁচ দোকানের বর্ধিত অংশ উচ্ছেদ
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক বাজারে নারী উদ্যোক্তাদের পণ্য প্রচারে গুরুত্ব