২৬ প্রতিষ্ঠানকে ১৬ লক্ষ টাকা জরিমানা

পরিবেশগত ক্ষতি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৬ মার্চ, ২০২১ at ১১:০৪ পূর্বাহ্ণ

পাহাড় কর্তন, পরিবেশ ছাড়পত্রের শর্তভঙ্গ ও ছাড়পত্রবিহীনভাবে কার্যক্রম চালানোর অপরাধে চট্টগ্রাম বিভাগের ২৬ প্রতিষ্ঠানকে ১৬ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল সোমবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে পৃথক পৃথক শুনাফন শেষে প্রতিষ্ঠানগুলোকে পরিচালক মুফিদুল ইসলাম এ জরিমানা করেন। তন্মধ্যে চট্টগ্রাম জেলার ৮ প্রতিষ্ঠানকে ৩ লক্ষ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, হাটহাজারী উপজেলার ইসহাক সিকদার নামের এক ব্যক্তিকে পাহাড় কাটার দায়ে ৮০ হাজার টাকা, ছাড়পত্রবিহীন প্রতিষ্ঠান পরিচালনার দায়ে একই এলাকার সানোয়ারা কনভেনশন হলকে এক লক্ষ টাকা, রাঙ্গুনিয়ার একে হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা, সন্দ্বীপ উপজেলার সন্দ্বীপ মেডিকেল সেন্টারকে ১০ হাজার টাকা, সীতাকুণ্ডের এস এল স্টিলকে ৩০ হাজার টাকা, লোহাগাড়া উপজেলার সিআরবি ব্রিক্সকে ৮০ হাজার টাকা, ফটিকছড়ি উপজেলার খাদিজা অটো রাইস মিলকে ২৫ হাজার টাকা এবং পটিয়ার এ কে সুলতানপুরী সল্টকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
পরবর্তী নিবন্ধগাউসিয়া কমিটি মহানগর শাখার (আংশিক) কমিটি ঘোষণা