রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ মার্চ, ২০২১ at ১১:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. পারভেজ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে উপজেলার শিলক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মিনাগাজির টিলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত পারভেজ স্থানীয় আবদুল আজিজ পরানের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম জানান, পারভেজ বাড়ির পাশে একটি নির্মাণাধীন ভবনে নির্মাণ কাজ দেখতে গিয়েছিল। এসময় অসাবধানতাবশত ভবনের একটি বৈদ্যুতিক তার তার শরীরে লেগে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে পড়ে পারভেজ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের ২ ভাই ও ১ বোনের মধ্যে পারভেজ সবার বড়।

পূর্ববর্তী নিবন্ধবদি ভাণ্ডারে শিক্ষা সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধ২৬ প্রতিষ্ঠানকে ১৬ লক্ষ টাকা জরিমানা