পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে স্মার্টকার্ড বিতরণ

| মঙ্গলবার , ১৬ মার্চ, ২০২১ at ১১:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অওতাধীন ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০১৯-এর আওতায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র গত ১১ মার্চ সকাল থেকে ডিসি রোডের ওয়ার্ড অফিস কার্যালয়ে বিতরণ করা হয়। দিনব্যাপী এই কার্যক্রম চলে। যাদের জন্মতারিখ ১ জানুয়ারি ২০০২ ও তাঁর পূর্বে তাদেরকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়। ১৭নং পশ্চিম ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম প্রধান অতিথি হিসেবে স্মার্টকার্ড বিতরণ করেন। প্রায় ১ হাজারেরও অধিক নতুন ভোটার সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে তাদের স্মার্টকার্ড সংগ্রহ করেন।
এ সময় নির্বাচন কমিশনের কর্মকর্তারা ছাড়াও স্থানীয় রাজনীতিক আবদুল হাকিম, হোসেন সরোওয়ার্দী, মুজিবুর রহমান, নাজিম দেওয়ান উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআউলিয়া কেরামের আদর্শই পারে ছাত্র-যুবসমাজকে মুক্তি দিতে
পরবর্তী নিবন্ধপুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে জানান, ব্যবস্থা নেব