চন্দনাইশের গাছবাড়িয়া কলেজ গেইট ও দোহাজারী পৌরসদরে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় আজ সোমবার (১৫ মার্চ) সকাল ১০টা থেকে উচ্ছেদ অভিযান চলে বিকেল ৫টা পর্যন্ত। এসময় দুই স্থান থেকে প্রায় ২ একর জায়গা উদ্ধার করা হয়।
জানা যায়, ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে ২টি, পটিয়ায় ১টি ও চকরিয়ায় ১টিসহ মোট ৪টি ছয় লেনের সেতু নির্মাণ করা হচ্ছে।
এসকল সেতুর এপ্রোচ সড়ক নির্মাণের জন্য সড়ক ও জনপথ বিভাগের অধিগ্রহণকৃত জায়গা উদ্ধারের জন্য আজ সোমবার চন্দনাইশের গাছবাড়িয়া কলেজ গেইট ও দোহাজারী পৌর সদরে অভিযান চালানো হয়। অভিযানে দুই স্থান থেকে প্রায় ২ একর জায়গা উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা।
সড়ক ও জনপথ বিভাগের এস্টেট ও আইন কর্মকর্তা মনোয়ারা বেগমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ক্রসবর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রকল্পের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আহমদ, ডেপুটি প্রজেক্ট ম্যানেজার তাহসিনা বিনতে ইসলাম, প্রকৌশলী জিয়াউল হক, সেফটি ম্যানেজার মো. মিজানুর রহমান, সার্ভেয়ার আবদুল মন্নান, আবদুর রাজ্জাক প্রমুখ।
এসময় চন্দনাইশ থানা পুলিশের একটি টিম ও চন্দনাইশ দমকল বাহিনীর সদস্যরা উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন।
এ ব্যাপারে প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার তাহসিনা বিনতে ইসলাম জানান, “ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত ভূমির দখল বুঝে নিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। আজ অভিযানে গাছবাড়িয়া কলেজ গেইট ও দোহাজারী পৌরসদর এলাকা থেকে প্রায় ২ একর ভূমি উদ্ধার করা হয়েছে।”
তিনি বলেন, “জোরপূর্বক উচ্ছেদ করা হচ্ছে না। অনেকেই নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নিচ্ছেন। যে সকল জায়গায় ১৪৪ ধারায় মামলা রয়েছে তা শীঘ্রই সমাধান করে প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত সবগুলো ভূমি উদ্ধার করা হবে।”