বিয়ের আগে বাবা, পরে স্বামী এবং বয়সকালে সন্তানের পরিচয়েই নারীকে যেন সবাই চেনেন। এমনটাই করে আসছেন সমাজের একশ্রেণির মানুষ। এবার এই অচলায়তনের বিপরীতে দাঁড়িয়ে অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা দিলেন নতুন ঘোষণা। জানালেন, যতবার তাকে বলা হবে ‘সৃজিতপত্নী’, ঠিক ততবারই সৃজিতের উদ্দেশে বলতে হবে ‘মিথিলাপতি’। তবে এটি হঠাৎ করে তার মনে হয়নি। কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ের পর থেকে যতবার তিনি খবরের শিরোনামে উঠে এসেছেন, ততবারই তার নামের আগে ‘সৃজিতপত্নী’ লেখা হয়েছে। এখানেই আপত্তি তার। মিথিলার আসল পরিচয় তো সকলের জানা, তবে তা বলতে অসুবিধা কোথায়! ঘটনার সূত্রপাত নারী দিবসের একটি শর্টফিল্মকে কেন্দ্র করে। গত ৮ মার্চ এটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়। যার সংবাদ করে পশ্চিমবঙ্গের একটি গণমাধ্যম। মিথিলা নিজেই তার টুইটার হ্যান্ডেলে শেয়ার করেন সেটা। পাশাপাশি উল্লেখ করেন, আমাকে যতবার সৃজিতপত্নী লিখবেন, ততবার সৃজিতকেও মিথিলাপতি লিখবেন। বিষয়টিকে অনেকেই বেশ ইতিবাচক হিসেবে দেখছেন। আর একই কারণে আবারও ওপারে খবরের শিরোনাম মিথিলা।