মুজিব বর্ষ উপলক্ষ্যে চন্দনাইশ সাতবাড়িয়া ক্রীড়া একাডেমি আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সাতবাড়িয়া কলেজ মাঠে শুরু হয়েছে। সাতবাড়িয়া ক্রীড়া একাডেমির সভাপতি মোহাম্মদ দিদারুল হক দস্তগীরের সভাপতিত্বে উক্ত টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আফছার উদ্দিন আহমদ এর সুযোগ্য পুত্র বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যকরী সংসদ এর কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমদ আসিফ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর পাবলিক প্রসিকিউটর এডভোকেট নজরুল ইসলাম সেন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা আওয়ামী যুবলীগ এর সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ মোরশেদ আলম, সাবেক কৃতি ফুটবলার নিক্সন বড়ুয়া, সাতবাড়িয়া ক্রীড়া একাডেমির সাধারণ সম্পাদক আজাদ হোসেন টিপু, মতিউর রহমান মেম্বার, আহমদ নবী মেম্বার, উত্তর জোয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আবদুল মান্নান আজাদ, আবদুর রহমান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমদ আসিফ বলেন, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না একজন ক্রীড়া প্রেমিক ছিলেন। তার সুযোগ্য সন্তান শেখ কামাল এবং তার পুত্রবধু সুলতানা কামাল বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক উজ্্বল নক্ষত্র ছিলেন। এদেশের আধুনিক ফুটবলের প্রবক্তা আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা ও ছিলেন জাতির জনকের সন্তান শেখ কামাল। তাই মুজিব বর্ষ উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এই অঞ্চলে ভালো খেলোয়াড় তৈরি করবে বলে আমি আশা রাখি।