তৃতীয় স্ত্রীকে খুন করে দ্বিতীয় স্ত্রীর বাপের বাড়িতে লুকিয়ে থেকেও রেহাই মিলেনি স্বামী তাজুল ইসলাম ওরফে তাজুর। গতকাল রোববার ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন আজাদীকে জানান, তাজু নোয়াখালী জেলার সুধারাম থানার পূর্ব এওজবালিয়া গ্রামের মৃত শাহ আলম চৌধুরীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের বিষয়টি সে স্বীকার করেছে। তাকে রোববার বিকালে চট্টগ্রাম মহানগর হাকিম হোসেন মোহাম্মদ রেজার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
ওসি বলেন, গত ১২ মার্চ রাতে নগরীর আকবর শাহ থানার বিশ্ব কলোনির জি-ব্লকের মোবারক হোসেনের টিনশেড ভাড়া ঘর থেকে তাজুর স্ত্রী রীমা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। এরপর পুলিশ পলাতক তাজুকে গ্রেপ্তারে অভিযানে নামে। রীমা ছিল তাজুর তৃতীয় স্ত্রী। হত্যাকাণ্ডের পর সে পালিয়ে তার দ্বিতীয় স্ত্রীর বাবার বাড়িতে আশ্রয় নেয়। আমরা সেখান থেকে তাকে গ্রেপ্তার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাজু জানিয়েছে, ঝগড়ার জেরে রীমাকে সে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেছে।
গত ১ মার্চ স্বামী-স্ত্রী পরিচয়ে তাজু ও রীমা আকবর শাহ থানাধীন বিশ্ব কলোনির জি-ব্লকে জনৈক মোবারক হোসেনের টিনশেড ৩ নম্বর ঘরটি ভাড়া নেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিবেশীরা তাদের ঝগড়া করতে শোনেন। এরপর স্বামী বেরিয়ে যান। রাত সাড়ে ১২টার দিকে প্রতিবেশী নারী কুলসুম দেখেন, বাসার দরজা খোলা। ভেতরে খাটের উপর রীমা পড়ে আছেন। তার নাক দিয়ে ফেনা বেরিয়েছে। এ অবস্থা দেখে তিনি বাসার কেয়ারটেকার মো. ইসলামের সহায়তায় পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।