চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১০০ দিনের কর্মসূচির অংশ হিসেবে নগরীর ২০নং দেওয়ান বাজার ওয়ার্ডের বিভিন্ন খাল ও নালার সংস্কার এবং আবর্জনা পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে। গত ৯ মার্চ কর্মসূচির উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত।
এতে উপস্থিত ছিলেন সাজু মহাজন, শ্রীপ্রকাশ দাশ, মোহম্মদ সেলিম, মো. মহিউদ্দিন প্রমুখ। এসময় উদ্বোধক বলেন, দেওয়ান বাজার ওয়ার্ডের ৪টি খালসহ বিভিন্ন নালার সংস্কার ও আবর্জনা পরিষ্কারে ৫০ জন সেবক কাজ করছে। নগরীর সৌন্দর্য বর্ধনে এসব কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। এজন্য এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন।