পরিবর্তন হোক মনমানসিকতার ও চিন্তা-চেতনার

হামিমা জামিল রুমা | রবিবার , ১৪ মার্চ, ২০২১ at ৫:৫২ পূর্বাহ্ণ

অন্যান্য দেশের ছেলেমেয়েরা প্রেমে ব্যর্থ হলে, ভাবে আমার সাথে কেনো এমন হলো? আমি নিজেকে এমনভাবে তৈরি করে নিবো যেনো একদিন ছেড়ে যাওয়া মানুষটি আমাকে একটু দেখার জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করে। যে কাজটার কারণে আমার সম্পর্কটা সার্থক হয়নি,আর কারো সাথে যেনো এমনটা কখনোই না হয়, আমি সেই ব্যবস্থাটাই করে যাবো। এবং সেই পরিকল্পনা করে নিজের জীবনটা সফলতার শিখরে পৌঁছে দেয়।কত সুন্দর মনমানসিকতা নিয়ে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করে। আর আমাদের দেশের ছেলেমেয়েরা প্রেমে ব্যর্থ হলে নিজেকে পৃথিবীর সেরা অসহায় মনে করে,কিছুদিন নিজেকে রুমে বন্দি করে রাখবে, না হয় হাবিজাবি কিছু খেয়ে চোখে মুখে পথ না দেখে একজায়গায় জড়বস্তু হয়ে থাকবে আর মান্ধাতার আমলের স্টাইলে ফ্যানের সাথে কাপড় বেঁধে আত্মহত্যা করে নিজে ধ্বংস হবে সাথে চৌদ্দ খান্দানকে ধ্বংস করে যাবে। অপদার্থের দল কোথাকার। আরে আত্মহত্যাকারী পাবলিকগুলো পৃথিবীর সবচেয়ে বোকা।কার জন্য আত্নহত্যা করলেন? খবর নিয়ে দেখেন যার জন্য আপনি দুনিয়া ছেড়ে দিয়েছেন সে এখন অন্যকারো সাথে সাজেক,সেন্টমার্টিন,সুইজারল্যান্ড, সিংগাপুর গিয়ে লাইফ এনজয় করছে। কিন্তু আপনার বাবা মা গুলো প্রতিমুহূর্তে নিজেকে অসহায় ভাবছে শুধুমাত্র আপনার কারণে।দুদিনের আবেগের কারণে কেনো বাবা মায়ের কোলের সন্তানগুলো দুনিয়া ছাড়বে? কখন বুঝবে আমাদের তরুণ সমাজ এ কথা। আমরা কেনো প্রতিদিন নিউজে, পত্রিকায় আত্মহত্যার খবর দেখছি? প্লিজ তরুণ প্রজন্ম আত্মহত্যাকে টাটা বাই বাই দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে দেখিয়ে দেন আমরাও পারি মরুর বুকে ফুল ফুটাতে।

পূর্ববর্তী নিবন্ধসোনালি যুগের আগমন বার্তা!
পরবর্তী নিবন্ধপ্রতীক্ষা