সীতাকুণ্ডে চেতনানাশক স্প্রের মাধ্যমে দুই পরিবারের লোকজনকে অচেতন করে মালামাল লুটের ঘটনা ঘটেছে। অজ্ঞান দুটি পরিবারের ৮ সদস্যকে সকালে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের উত্তর মাহামুদাবাদ ও উত্তর দাঁড়ালিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উত্তর মাহামুদাবাদ এলাকার মোহাম্মদ আক্তার হোসেনের ঘরের টিন কেটে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে। এসময় তারা চেতনানাশক স্প্রে করে ঘরের লোকজনকে অচেতন করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান আসবাবপত্র লুট করে নিয়ে যায়। প্রতিবেশীরা সকালে গৃহকর্তা মোহাম্মদ আক্তার হোসেন (৫৫), তার স্ত্রী কামরুন নাহার মিনু (৪৫), ছেলে আমজাদ হোসেন (১২) এবং মেয়ে শারমিন আক্তারকে (১৫) উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
একই রাতে দুর্বৃত্তরা একই কায়দায় উত্তর দাঁড়ালিয়া পাড়ার বেলাল হোসেনের ঘরে প্রবেশ করে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। সকালে প্রতিবেশীরা অচেতন চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
ভুক্তভোগী গৃহবধূ কামরুন নাহার মিনু জানান, শুক্রবার রাত ১১টার দিকে তারা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। তারপর কি হয়েছে বলতে পারেন না। সকালে হাসপাতালে তার জ্ঞান ফেরে। দুর্বৃত্তরা তার কানের স্বর্ণের দুল খুলে ও ঘরে থাকা টাকা পয়সা স্বর্ণালংকার নিয়ে যায়। আমার ও সন্তানদের জ্ঞান ফিরলেও এখনো স্বামীর জ্ঞান ফিরেনি।
সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কেউ মামলা করেনি।