লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন। এই আসনে স্বতন্ত্র সংসদ সদস্য ছিলেন শহিদ ইসলাম পাপুল। মানব ও অর্থপাচারের দায়ে কুয়েতের আদালতের রায়ে দণ্ডিত লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ বাতিল করা হয়। খবর বাংলানিউজের।
গত ২২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রকাশিত গেজেটে সংবিধানের ৬৭ (১)(ঘ) অনুচ্ছেদ অনুযায়ী লক্ষ্মীপুর-২ আসন শূন্য ঘোষণা করা হয়।
গতকাল শনিবার আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় নুরউদ্দিন চৌধুরী নয়নকে এ আসনের প্রার্থী মনোনয়ন দেওয়া হয়।