তিন পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত

বোয়ালখালী চকরিয়া মহেশখালী

চকরিয়া ও বোয়ালখালী প্রতিনিধি | রবিবার , ১৪ মার্চ, ২০২১ at ৫:৩৩ পূর্বাহ্ণ

আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। চকরিয়া পৌরসভায় আলমগীর চৌধুরী, বোয়ালখালী পৌরসভায় মো. জহুরুল ইসলাম জহুর ও মহেশখালী পৌরসভায় মকসুদ মিয়া মনোনয়ন পেয়েছেন। গতকাল শনিবার দলের সংসদীয় এবং স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভায় দলের প্রার্থী হিসাবে তাদের নাম ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চকরিয়া প্রতিনিধি জানান, চকরিয়া পৌরসভার নির্বাচনে মেয়র পদে দ্বিতীয়বার নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী। মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় আলমগীর চৌধুরী বলেন, গেল পাঁচবছরের কাজের মূল্যায়ন এবং জনগণের আকাঙ্খার প্রতিফলন হিসেবে আমাকে পুনরায় দলের প্রার্থী করেছেন। এজন্য দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
বোয়ালখালী প্রতিনিধি জানান, বোয়ালখালী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন বোয়ালখালী পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মো. জহুরুল ইসলাম জহুর। বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. নুরুল আমিন চৌধুরী।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ এপ্রিল প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে এই তিন পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী মেয়র, সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে মনোনয়ন পত্র সংগ্রহ করা যাবে আগামী ১৮ মার্চ পর্যন্ত। মনোনয়ন পত্র যাচাই-বাছাই হবে ১৯ মার্চ এবং প্রার্থীতা প্রত্যাহার করা যাবে ২৪ মার্চ পর্যন্ত।

পূর্ববর্তী নিবন্ধহালদায় পাঁচ হাজার মিটার অবৈধ জাল জব্দ
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় বেত্রাঘাতে মাদ্রাসা ছাত্র আহত শিক্ষক আটক