দক্ষ শ্রমিক পাঠানো গেলে প্রবাসী আয় বাড়বে চারগুণ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১২ মার্চ, ২০২১ at ১০:০০ পূর্বাহ্ণ

বিদেশে দক্ষ শ্রমিক পাঠানো গেলে বর্তমানের চেয়ে চারগুণ বাড়বে প্রবাসী আয়। গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক ড. প্রকৌশলী মো. সাকাওয়াৎ আলীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আ.স.ম. জামশেদ খোন্দকার।
বক্তারা বলেন, ২০১৯-২০২০ অর্থবছরে প্রবাসীদের কাছ থেকে বাংলাদেশ ১ লক্ষ ৮৫ হাজার কোটি টাকার রেমিটেন্স আয় করেছে। বর্তমানে প্রবাসে থাকা বাংলাদেশীদের মধ্যে বেশিরভাগই অদক্ষ। অথচ শ্রীলংকা, ভারত, ভিয়েতনামের দক্ষ শ্রমিকরা আমাদের দেশের শ্রমিকদের চেয়ে ৪-৫ গুণ বেশি মজুরি পাচ্ছেন। দক্ষ জনশক্তি রপ্তানি করা গেলে বাংলাদেশী শ্রমিকদের বেতনও একই ভাবে বেড়ে যাবে। বর্তমানে রেমিটেন্স আয়ে তৈরি পোষাক খাত এক নম্বরে থাকলেও তখন প্রবাসীদের আয় এক নম্বরে পৌঁছে যাবে। এজন্য সরকার দক্ষ জনশক্তি তৈরি ও রপ্তানিতে জোর দিচ্ছে। বিদেশে যেতে ইচ্ছুক শ্রমিকদের দক্ষ করে গড়ে তোলার ক্ষেত্রে চট্টগ্রামের বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী নওরীন সুলতানা। এতে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র এএসপি আকলিমা আকতার, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ, চসিক কাউন্সিলর মোরশেদ আলম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপ্রকৌশলী এম. আলী আশরাফ নাগরিক শোকসভা কমিটি গঠন
পরবর্তী নিবন্ধহালিশহরের এক্সেস রোডে ছুরিকাঘাতে কিশোর খুন