প্রকৌশলী এম. আলী আশরাফ নাগরিক শোকসভা কমিটি গঠন

| শুক্রবার , ১২ মার্চ, ২০২১ at ৯:৫৯ পূর্বাহ্ণ

নগর পরিকল্পনাবিদ, সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মরহুম প্রকৌশলী এম. আলী আশরাফের নাগরিক শোকসভা আয়োজনের লক্ষ্যে এক সভা গতকাল বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত হয়। সভায় এই কৃতী সন্তানের মৃত্যুতে নাগরিক শোকসভা আয়োজনের জন্য একটি ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। এতে দৈনিক আজাদী সম্পাদক এম.এ মালেককে চেয়ারম্যান এবং আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হারুনকে কমিটির মেম্বার সেক্রেটারি মনোনীত করা হয়। নগরীর বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত করা হবে। সভায় মরহুম এম. আলী আশরাফ স্মরণে একটি স্মারক গ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়। মরহুমের সকল সহকর্মী বন্ধু, গুণগ্রাহী ও নাগরিক সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের স্মৃতিচারণ এই স্মারক গ্রন্থে প্রকাশিত হবে। আগ্রহী শুভার্থী ও লেখকদের নিম্নলিখিত মোবাইল নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে।
প্রকৌশলী মোহাম্মদ হারুন-০১৮১৬ ৯১১০১৭, রেজাউল করিম আজাদ-০১৭১৩৩৩৪০৮৮, প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক- ০১৮১৯৩২৮০২৩, প্রকৌশলী আবুল হাশেম- ০১৯১৩৪২৪০৯৬, প্রকৌশলী ইফতেখার আহমেদ-০১৬৭৩৯৪২৪০৭, মোর্শেদ হোসেন-০১৮১৯৩১২৩৫৫, প্রকৌশলী মোহাম্মদ আবুল হাসান-০১৩০৫৯৮০৩২৬, প্রকৌশলী তৌকির আহমেদ চৌধুরী-০১৭১৩ ৩০৭ ২৩৮। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্ট্যান্ডার্ড ব্যাংকের ৩৪০তম বোর্ড সভা
পরবর্তী নিবন্ধদক্ষ শ্রমিক পাঠানো গেলে প্রবাসী আয় বাড়বে চারগুণ