বাঁশখালীতে মাস্টার নজির আহমদ ট্রাস্টের উদ্যোগে তিন শতাধিক আলীম শিক্ষার্থীর মাঝে পুস্তক বিতরণ করা হয়েছে। গতকাল নাপোড়ায় নিজ বাসভবনে পুস্তকগুলো বিতরণ করেন মাস্টার নজির আহমদ ট্রাস্টের সদস্য সচিব ও দৈনিক পূর্বদেশ সম্পাদক মুজিবুর রহমান সিআইপি। শেখেরখীল দারুচ্ছালাম আদর্শ আলিম মাদ্রাসার ও পুঁইছড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসার আলিম প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তকগুলো বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মুহাম্মদ মোশাররফ হোসেন, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল, মাওলানা জাফর আহমদ চৌধুরী মাওলানা মীর মোরশেদুল হক, মাওলানা নুরুল আলম, মাওলানা আশরাফুল আলম, মাওলানা আনোয়ারুল হক, মাওলানা আজিজুর রহমান, মাস্টার মোস্তাক আহমদ, আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর আলম তুষার, মাওলানা নেছারুল হক, মাওলানা শাহাব উদ্দিন, মাওলানা ছরওয়ার আলম, মাওলানা নুরুল কাদের। প্রেস বিজ্ঞপ্তি।











