আজ শুক্রবার বিকাল ৪টায় বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে শিল্পী অডিশন ২০২০-এ উত্তীর্ণ শিল্পীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ এমপি। বিশেষ অতিথি থাকবেন সিটি করপোরেশনের মেয়র এম. রেজাউল করিম চৌধুরী, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) মিজান উল আলম এবং একুশে পদকপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব আহমেদ ইকবাল হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক সোহরাব হোসেন। স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য। সংবর্ধনা শেষে নবীন ও প্রবীণ শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।