ইসলাম যুক্তিভিত্তিক অপরিবর্তনশীল এক জীবন ব্যবস্থার নাম

মিরাজুন্নবী (স.) মাহফিলে মাওলানা নূরী

| শুক্রবার , ১২ মার্চ, ২০২১ at ৯:৪৬ পূর্বাহ্ণ

বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী বলেছেন, মিরাজ সম্পর্কে বিজ্ঞান যেসব বস্তুগত শক্তি নিয়ে গবেষণা চালিয়েছেন তা সবই আল্লাহর সৃষ্টি। আজ বিশ্বব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রযাত্রার সাথে সাথে পৃথিবীর অধিকার বঞ্চিত মানুষদের ইসলামী আদর্শ তথা কুরআন-সুন্নাহর শাসন ব্যবস্থার প্রতি শ্রদ্ধাবোধ ও আস্থা বৃদ্ধি পেয়েছে। জ্ঞান-বিজ্ঞানের অগ্রযাত্রার সাথে সাথে মানুষের কুরআন-হাদীসের প্রতি সমীহ বৃদ্ধি পাচ্ছে। মাওলানা নূরী গত বুধবার রাত সাড়ে ৯টায় পাহাড়তলী থানার ঝউতলা টিপিপি কলোনী ঈদগাহ ময়দানে মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে পবিত্র মিরাজুন্নবী (স.) উপলক্ষে আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মাদরাসা নূরীয়া কমপ্লেঙ এর মুফতি ও খতীব মাওলানা মাহফুজুর রহমানের সভাপতিত্বে মাহফিলে মাওলানা নূরী আরো বলেন, মিরাজ রাসুল (সা.) এর নবুওয়াতী জীবনের বিস্ময়কর এক ঐতিহাসিক ঘটনা। মহানবী (সা.) সর্বশ্রেষ্ঠ নবী এবং ইসলাম হচ্ছে যুক্তিভিত্তিক অপরিবর্তনশীল এক জীবন ব্যবস্থা। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী। বিশেষ আলোচক ছিলেন গোপালগঞ্জ উলপুর আইজি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফেজ ঝিনাত আলী ও পাহাড়তলী ডি আর এম জামে মসজিদের খতীব মাওলানা মোহাম্মদ হেলাল রশীদী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাই অ্যাসোসিয়েশন চট্টগ্রাম’র সভা
পরবর্তী নিবন্ধওমানে সড়ক দুর্ঘটনার রাঙ্গুনিয়া প্রবাসীর মৃত্যু