হাসপাতাল থেকে সমর্থকদের শান্ত থাকার আহ্বান

৫ বছরে অর্ধেক কমেছে সম্পদ মমতার

| শুক্রবার , ১২ মার্চ, ২০২১ at ৯:২৬ পূর্বাহ্ণ

হাসপাতাল থেকে একটি ভিডিও বার্তায় নিজের সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এর আগে বুধবার সন্ধ্যার দিকে নন্দীগ্রামের বিরুলিয়া বাজারের কাছে পড়ে গিয়ে আহত হন তিনি। এরপরেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, তার আহত হওয়ার ঘটনায় রাজ্য ও জাতীয় রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। নিজের নির্বাচনী আসন নন্দীগ্রামে হুড়োহুড়িতে পড়ে গিয়ে আহত হন মমতা। বাম পায়ের গোড়ালির হাড়ে গুরুতর আঘাত পান তিনি। তার পায়ের পাতা, ডান হাত, গলা ও ডান পাশের কাঁধেও চোট লেগেছে। বর্তমানে তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে ৪৮ ঘণ্টার জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার হাসপাতালের বিছানা থেকেই এক ভিডিও বার্তায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, আমি প্রত্যেককে শান্তিপূর্ণ ও সংযম বজায় রাখার আহ্বান জানাচ্ছি। তিনি তার আঘাতের কথা উল্লেখ করে বলেছেন তাকে হয়তো আগামী কয়েকদিন হুইলচেয়ারে কাটানো লাগতে পারে। তিনি বলেন, এটা সত্যি যে আমি আমার হাত এবং পায়ে ব্যথা পেয়েছি। আমার কাঁধেও ব্যথা পেয়েছি।
বর্তমানে তিনি কলকাতায় আছেন এবং তার চিকিৎসা চলছে বলে তিনি নিজেই নিশ্চিত করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বলেন, আমি আগামী দু’তিন দিনের মধ্যেই সুস্থ হয়ে ফিরব। আমার পায়ের চোটের জন্য হয়তো কিছুদিন ভুগতে হবে তবে আমি সেটা মানিয়ে নিতে পারব। এই আঘাতের জন্য আমার কোনো কাজ থেমে থাকবে না। আমি হুইলচেয়ারে করেই চলাফেরা করব। এজন্য আমার আপনাদের সহযোগিতা প্রয়োজন।
কমেছে অর্ধেক সম্পদ : বুধবার তমলুকে মহকুমা শাসকের কাছে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র থেকে নিজের মনোনয়ন দাখিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়ম মেনে সঙ্গে পেশ করেছেন হলফনামা। যাতে নিজের মোট সম্পদের পরিমাণ জানিয়েছেন তিনি। গত বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীর হলফনামার সঙ্গে তুলনা করে দেখা যাচ্ছে, ৫ বছরে মুখ্যমন্ত্রীর সম্পদের পরিমাণ কমেছে প্রায় অর্ধেক। রাজনৈতিক নেতাদের গুণিতক হারে সম্পদ বৃদ্ধিটাই যে দেশে দস্তুর সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সম্পদ কমে হয়ে গেল অর্ধেক। বুধবার মুখ্যমন্ত্রী যে হলফনামা পেশ করেছেন তাতে তিনি নিজের মোট সম্পদের পরিমাণ জানিয়েছেন ১৬ লাখ ৭২ হাজার রুপি। যা গত বিধানসভা নির্বাচনে পেশ করা সম্পদের প্রায় অর্ধেক। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী তার সম্পদের পরিমাণ ৩০ লাখ ৭৫ হাজার রুপি বলে জানিয়েছিলেন। অর্থাৎ মুখ্যমন্ত্রীর সম্পদ কমেছে প্রায় ৪৫ দশমিক ১ শতাংশ। এবার পেশ করা হলফনামা অনুসারে, মুখ্যমন্ত্রীর হাতে নগদ রয়েছে ৬৯ হাজার ২৫৫ রুপি।
ব্যাংকে রয়েছে ১৩ লাখ ৫৩ হাজার রুপি। অন্যান্য বিনিয়োগ রয়েছে ১৮ হাজার ৪৯০ রুপি। গয়না রয়েছে ৪৩ হাজার ৮৩৭ রুপি। গত বারের তুলনায় এবার লক্ষ্যণীয়ভাবে কমেছে মুখ্যমন্ত্রীর ব্যাংকে জমার পরিমাণ। গত বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীর ব্যাংকে জমা ছিল ২৭ লাখ ৬১ হাজার রুপি। কমেছে অন্যান্য বিনিয়োগের পরিমাণও। ২ লাখ ১৫ হাজার থেকে কমে তা হয়েছে মাত্র ১৮ হাজার ৪৯০ রুপি। তবে বেড়েছে গয়নার মূল্য। ২৬ হাজার ৩৮০ রুপি থেকে বেড়ে তা হয়েছে ৪৩ হাজার ৮৩৭ রুপি।
যদিও এই সময়ে স্বর্ণের দামও অনেকটা বেড়েছে।
দেশে সব থেকে কম সম্পদশালী মুখ্যমন্ত্রীদের একজন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আরও কমল তার সম্পদের পরিমাণ। যা গোটা দেশে নজির বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

পূর্ববর্তী নিবন্ধভারত থেকে সাড়ে ৪ কোটি ডোজ টিকা পাচ্ছে পাকিস্তান
পরবর্তী নিবন্ধসরাইপাড়া ওয়ার্ডে খাল ও নালা পরিস্কার কার্যক্রম শুরু