সন্ত্রাসী তালিকা থেকে আরাকান আর্মির নাম সরাল মিয়ানমার

| শুক্রবার , ১২ মার্চ, ২০২১ at ৯:২৩ পূর্বাহ্ণ

রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) নাম তাদের সন্ত্রাসী গোষ্ঠির তালিকা থেকে বাদ দিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা। বার্তা সংস্থা রয়টার্স জানায়, এই গোষ্ঠীটি হামলা চালানো বন্ধ করেছে এবং দেশজুড়ে শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করতে রাজি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গতকাল বৃহস্পতিবার জানিয়েছে মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম। খবর বিডিনিউজের।
১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত নেত্রী অং সান সু চিকে ক্ষমতাচ্যুত করার পর সৃষ্ট বিক্ষোভ সামাল দিতে মিয়ানমারের সেনাবাহিনীকে প্রায় প্রতিদিনই সংগ্রাম করতে হচ্ছে, এর মধ্যেই এ সিদ্ধান্ত নিল দেশটির সামরিক জান্তা। আরাকান আর্মি রাখাইন রাজ্যের বৃহত্তর স্বায়ত্তশাসনের জন্য লড়াই করছে।

পূর্ববর্তী নিবন্ধইন্দোনেশিয়ায় শিক্ষার্থীবাহী বাস খাদে, নিহত ২৭
পরবর্তী নিবন্ধঅডিও ক্যাসেট টেপ উদ্ভাবক লু ওটেনস আর নেই