চট্টগ্রাম ক্রিকেট আম্পার্য়াস এন্ড স্কোর্রাস এসোসিয়েশন আয়োজিত মুজিব শতর্বষ ইস্পাহানী চট্টগ্রাম মার্স্টাস টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের দুটি খেলা আজ এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দিনের প্রথম খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে নাইনটিস উইলো ও ত্রিপল ’এস’ মার্স্টাস। দ্বিতীয় খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে চিটাগাং ইউনাইটেড ও চিটাগাং মার্স্টাস।