বন্দর স্টেডিয়ামে প্রীতি ম্যাচে জিতেছে মর্ণিং ফিটনেস জোন

| শুক্রবার , ১২ মার্চ, ২০২১ at ৯:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে সংযোজিত হতে যাচ্ছে ফ্লাড লাইট। আর এই কার্যক্রম শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের সদস্য ( এডমিন এন্ড প্ল্যানিং) জাফর আলম। ইতোমধ্যেই সুইমিংপুলের কাজ সম্পন্ন হয়েছে। বন্দরের একটি পুর্ণাঙ্গ স্পোর্টস কমপ্লেঙ গড়ে তোলার কাজ চলছে। এদিকে গত সোমবার রাতে চট্টগ্রাম বন্দর একাডেমি মাঠে দিবা-রাত্রির এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত ম্যাচে চট্টগ্রাম মর্ণিং ফিটনেস জোন ১-০ গোলে চট্টগ্রাম বন্দরের সাবেক ফুটবল একাদশ দলকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন সকাল বড়ুয়া। খেলা শেষে চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক ও বে টার্মিনালের প্রজেক্ট ডিরেক্টর ইলিয়াস রেজা ট্রফি বিতরণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দরের ডিরেক্টর ( সিকিউরিটি) লে. ক. আরিফ, কে এম এজেন্সির স্বত্বাধিকারী ও মর্ণিং ফিটনেস জোনের অধিনায়ক মসিউল আলম স্বপন। এ সময় অন্যান্যের মধ্যে বন্দরের চীফ পার্সোনাল অফিসার নাসির উদ্দিন, বন্দর স্পোর্টস একাডেমির পরিচালক গোলাম মর্তুজা, উপ-পরিচালক মো. ফারুক, চট্টগ্রাম মর্ণিং ফিটনেস জোনের প্রতিষ্ঠাতা ও খেলোয়াড় সাংবাদিক দেবাশীষ বড়ুয়া দেবু এবং দলের ম্যানেজার মাহামুদুর রহমান মাহাবুব উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন বন্দর স্পোর্টস একাডেমির উপ-পরিচালক ডা. সরোয়ার আহমেদ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম মার্স্টাস টি-টোয়েন্টি ক্রিকেটের দুটি খেলা আজ
পরবর্তী নিবন্ধফিটনেস টেস্টে দারুন উন্নতি নাসিরের