মেয়র কাউকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হবে না

চসিক সিবিএর মতবিনিময় সভায়

| বৃহস্পতিবার , ১১ মার্চ, ২০২১ at ৮:০৭ পূর্বাহ্ণ

সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী চসিক সিবিএ শ্রমিক/কর্মচারী লীগের উত্থাপিত দাবি-দাওয়া প্রসঙ্গে বলেন, যৌক্তিক ন্যায্যতা বিবেচনা করে সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সক্ষমতা সাপেক্ষে দাবি পূরণের প্রচেষ্টা চলমান থাকবে। সিটি কর্পোরেশনের কর্মরত কাউকে অধিকার ও হক বঞ্চিত করতে চাইনা এবং অহেতুক অবাঞ্চিত হয়রানি করতেও রাজি নই। তিনি গতকাল বুধবার টাইগারপাসস্থ অস্থায়ী নগর ভবনে চসিক দপ্তরে সিবিএর নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় একথা বলেন। সিটি কর্পোরেশন শ্রমিক ও কর্মচারী লীগের (সিবিএ) সভাপতি ফরিদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি জাহিদুল আলম, ইয়াছিন চৌধুরী, রুপন কান্তি দাশ, বিপ্লব কুমার চৌধুরী, রতন দত্ত, আবুল মাসুদ, কল্লোল দাশ, দিলীপ দাশ, নমিতা বিশ্বাস, তারেক সুলতান, সুভাষ চক্রবর্তী, রতন চৌধুরী, খোরশেদ আলম, মোস্তাফা কামাল, ওয়াহিদুল আলম সোহেল, বাবুল কান্তি সেন, গাজী মোহাম্মদ আব্দুল জব্বার, মোহাম্মদ শফিকুল ইসলাম, শেখ শহিদুল আলম, পুলক কান্তি দে, ফরিদ আহমদ, কৃষ্ণা দাশ, এলান মুন্সি, হারুনুর রশীদ প্রমুখ। এদিকে, স্থানীয় সরকার বিভাগ পরিচালিত ইউএনডিপি ও এফসিডিও’র সহায়তায় বাস্তবায়িত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন নগরীর ২৪ টি বাস্তবায়নাধীন প্রকল্পের অবহিতকরণে এক সভা গতকাল সিটি কর্পোরেশনের টাইগারপাস অফিসের কনফারেন্স হলে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। সভায় আরো উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত সচিব ও প্রধান রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, নগর পরিকল্পনাবিদ আব্দুল্লাহ আল ওমর, বস্তি উন্নয়ন কর্মকর্তা মঈনুল হোসেন আলী চৌধুরী জয় প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবির শতাধিক শিক্ষার্থী পাবে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী
পরবর্তী নিবন্ধমহেশখালীতে বেপরোয়া অটোরিকশা চাপায় ১ শিশু নিহত, আহত ১