আ.লীগ নেতা বাকের ৩ দিনের রিমান্ডে

ফটিকছড়ির রাশেদ হত্যা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১১ মার্চ, ২০২১ at ৮:০৩ পূর্বাহ্ণ

ফটিকছড়ির স্বেচ্ছাসেবক লীগ নেতা রাশেদ কামাল হত্যা মামলার প্রধান আসামি ও উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য সৈয়দ মোহাম্মদ বাকেরকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালত শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পিবিআই বাকেরকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির আজাদীকে বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘদিন পলাতক থাকার পর রাশেদ কামাল হত্যা মামলায় গত ১ মার্চ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আওয়ামীলীগ নেতা বাকের। রাষ্ট্রপক্ষের আইনজীবী এর বিরোধীতা করলে আদালত তা আমলে নিয়ে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ২০২০ সালের ১১ জুন রাতে ফটিকছড়ির নানুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাশেদকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তার মা জাহানারা বেগম বাদী হয়ে সৈয়দ মোহাম্মদ বাকেরসহ ৬ জনের নাম উল্লেখ করে ফটিকছড়ি থানায় একটি মামলা করেন।

পূর্ববর্তী নিবন্ধদি ইনভিন্সিবল ৯/১১ এর বসন্ত উৎসব কাল
পরবর্তী নিবন্ধলায়ন শাহ আলম বাবুল মুসলিম হাইস্কুল প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি