আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুকে স্বাধীনতা পুরস্কার প্রদানে মনোনীত করায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক এম.এ মালেকের নেতৃত্বে অনুষ্ঠিত র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আনোয়ারা সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। সভায় বক্তারা স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক আখতারুজ্জামান চৌধুরী বাবুকে স্বাধীনতা পুরষ্কার প্রদানে মনোনীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ভিপি জাফর উদ্দিন চৌধুরী, সোলায়মান, হরিপদ চক্রবর্তী, ফজলুল করিম চৌধুরী বাবুল, নোয়াব আলী, সুগ্রীব মজুমদার দোলন, মাহফুজুর রহমান, কলিম উদ্দিন, মাইনউদ্দিন মনছুর, হাফেজ আবুল হাসান কাশেম, জানে আলম, মো. ইয়াছিন হিরু, অসিম কুমার দেব, শাহাদাত হোসেন চৌধুরী, হাসনাইন জলিল চৌধুরী শাকিল, শওকত ওসমান, আবদুল মালেক, অনুপম চক্রবর্তী বাবু, এম. নজরুল ইসলাম, আলী আকবর।












