মহানগর ও উপজেলা মিলিয়ে চট্টগ্রাম জেলায় গতকাল বুধবার পর্যন্ত মোট ৩ লাখ ৬১ হাজার ৩১৮ জন মানুষ করোনার টিকা নিয়েছেন। যা টিকা গ্রহণে নিবন্ধনকারীর ৭৮ ভাগ। গতকাল দুপুর পর্যন্ত চট্টগ্রামের মোট ৪ লাখ ৬১ হাজার ৯৯৭ জন অনলাইনে টিকার নিবন্ধন সম্পন্ন করেছেন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) করোনা ভ্যাকসিন প্রদান কমিটির সদস্য সচিব ডা. সেলিম আকতার চৌধুরী আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
চসিকের স্বাস্থ্য বিভাগ ও সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী- মহানগরসহ চট্টগ্রাম জেলায় গতকাল একদিনে মোট ৮ হাজার ২৪৮ জন টিকা গ্রহণ করেছেন। এর মধ্যে মহানগরের ১১টি কেন্দ্রে মোট ৫ হাজার ৫৭০ জন টিকা নিয়েছেন বলে জানান চসিক করোনা ভ্যাকসিন প্রদান কমিটির সদস্য সচিব ডা. সেলিম আকতার চৌধুরী। আর ১৪ উপজেলায় ২ হাজার ৬৭৮ জন টিকা নিয়েছেন বলে জানান সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এদিকে মহানগরসহ জেলায় গতকাল পর্যন্ত মোট টিকা গ্রহীতা ৩ লাখ ৬১ হাজার ৩১৮ জনের মধ্যে পুরুষ ২ লাখ ১৮ হাজার ৮৬ জন ও মহিলা ১ লাখ ৪৩ হাজার ২৩২ জন। মোট টিকা গ্রহীতার মধ্যে মহানগরে ছিলেন ১ লাখ ৯৫ হাজার ১২৫ জন এবং উপজেলা পর্যায়ে ছিলেন ১ লাখ ৬৬ হাজার ১৯৩ জন। টিকাদানের ক্ষেত্রে অন্যান্য অঞ্চলের তুলনায় চট্টগ্রাম অনেক এগিয়ে রয়েছে বলে জানান সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি ও চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী।
২৪ ঘণ্টায় নিবন্ধন প্রায় ৬ হাজার : চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী- চট্টগ্রামে টিকা গ্রহণে আগ্রহীর সংখ্যা এরই মধ্যে ৪ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে। বুধবার দুপুর পর্যন্ত মহানগরসহ চট্টগ্রাম জেলায় মোট ৪ লাখ ৬১ হাজার ৯৯৭ জন অনলাইনে টিকার নিবন্ধন সম্পন্ন করেছেন। আর শেষ ২৪ ঘণ্টায় নিবন্ধন করেছেন ৫ হাজার ৮০৫ জন। নিবন্ধনকৃতদের মধ্যে গতকাল পর্যন্ত টিকা গ্রহণ করেছেন ৩ লাখ ৬১ হাজার ৩১৮ জন। হিসেবে চট্টগ্রামে মোট নিবন্ধনধারীর ৭৮ ভাগ এরই মধ্যে টিকা নিয়েছেন। এ তথ্য নিশ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজাদীকে বলেন, চট্টগ্রামে মোট নিবন্ধনধারীদের মধ্যে মহানগরে টিকা নিতে নিবন্ধন করেছেন ২ লাখ ৫২ হাজার ৭২২ জন। আর উপজেলা পর্যায়ে ২ লাখ ৯ হাজার ২৭৫ জন নিবন্ধন করেছেন। উল্লেখ্য, সারাদেশের পাশাপাশি ৭ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে করোনার টিকাদান শুরু হয়েছে চট্টগ্রামেও। প্রথম দিন মহানগর ও উপজেলা মিলিয়ে মোট ১ হাজার ৯০ জনকে টিকা দেয়া হয় চট্টগ্রামে। ২য় দিন দেয়া হয় ২ হাজার ৬৭৮ জনকে। ৩য় দিন একদিনে টিকা গ্রহীতার সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে যায়। হিসেবে প্রথম ৩ দিনে চট্টগ্রামের প্রায় ১০ হাজার (৯ হাজার ৮২৭ জন) মানুষ করোনার টিকা নেন। ৪র্থ দিন একদিনেই নেন ১০ হাজার। এরপর থেকে গড়ে দৈনিক প্রায় ২০ হাজার মানুষ নেন। তবে বেশ কয়দিন ধরে দৈনিক টিকা গ্রহীতার সংখ্যা কমে ১০ হাজারের মধ্যে নেমেছে।












