ডা. ফজলুল-হাজেরা ডিগ্রী কলেজ মিলনায়তনে প্রথিতযশা চিকিৎসক, শিক্ষানুরাগী ডা. ফজলুল আমীনের আয়োজিত স্মরণসভায় প্রধান আলোচক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ শাহ আলম বলেন, অনগ্রসর ও পশ্চাদপদ এলাকায় শিক্ষার আলো বিস্তার এবং অসহায় দরিদ্র মানুষের প্রতি ভালবাসা ও সেবাদানের কারণে ডা. ফজলুল আমীন মানববন্ধু হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। এতে আলোচক ছিলেন ডা. আরিফুল আমীন। কলেজের অধ্যক্ষ প্রফেসর আসলাম হোসেনের সভাপতিত্বে এবং আয়োজক কমিটির আহবায়ক অধ্যাপক আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন, গভর্নিং বডির সদস্য মুজিবুল আলম চৌধুরী, রফিক, কান্ত লাল দাশ, সুলতান খাঁন, উপাধ্যক্ষ স্বপন কুমার নাথ, অধ্যাপক তাহমিনা বেগম, অধ্যাপক মনোজ কুমার দেব, অধ্যাপক জাফর উল্যাহ চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












