বরেণ্য ক্রীড়া সংগঠক মনজুর আলমের ইন্তেকাল

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ১১ মার্চ, ২০২১ at ৭:৫৭ পূর্বাহ্ণ

মনজুর আলম মঞ্জু। একজন বরেণ্য ক্রীড়া সংগঠক। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক, ফুটবল সম্পাদক এবং চট্টগ্রাম আবাহনীর সাধারণ সম্পাদক ছিলেন। জেলা ফুটবল এসোসিয়েশন গঠিত হওয়ার পর ছিলেন সে সংস্থার সহ সভাপতি। কল্লোল সংঘের সভাপতি, মহানগরী ক্রীড়া সংস্থার নির্বাহি সদস্য ছিলেন। একজন বিনয়ী মানুষের প্রতিকৃৎ মনজুর আলম চলে গেলেন না ফেরার দেশে। গতকাল বুধবার সকাল সাড়ে আটটায় নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহে…রাজেউন)। ৬৫ বছর বয়সী মনজুর আলম স্ত্রী, দুই ছেলে এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।
গতকাল বাদ আছর মনজুর আলমের মরদেহ আনা হয় তার প্রিয় প্রাঙ্গন এম এ আজিজ স্টেডিয়ামে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তার প্রথম নামাজে জানাজা। সেখানে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, সিজেকেএস সহ সভাপতি দিদারুল আলম চৌধুরী, এহছানুল হায়দার চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দিন, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন জাহাঙ্গীর সহ নির্বাহি কমিটির সদস্যবৃন্দ, বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক সিরাজুদ্দিন আলমগীর প্রমুখ। পরে বাদ মাগরিব দ্বিতীয় নামাজে জানাজা শেষে চৈতন্য গলি কবরস্থানে দাফন করা হয় এই ক্রীড়া সংগঠককে।

পূর্ববর্তী নিবন্ধপরিবারের কৃতজ্ঞতা প্রকাশ প্রকৌশলী এম আলী আশরাফের কুলখানি সম্পন্ন
পরবর্তী নিবন্ধসমর্থকদের মধ্যে হাতাহাতি চন্দনাইশে কাউন্সিলরের ভাই আহত