অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল

| বৃহস্পতিবার , ১১ মার্চ, ২০২১ at ৭:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের উদ্যোগে গত ৮ মার্চ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। হাজী নাসির উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন, পূর্বাঞ্চল (চট্টগ্রাম ও সিলেট) বিভাগ কমিটির সভাপতি মৃণাল চৌধুরী। প্রধান বক্তা ছিলেন ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ। বক্তব্য রাখেন মো. বিপ্লব, মো. সোলায়মান, ওমর ফারুক, মো. জসিম উদ্দিন, রফিকুল ইসলাম, মো. আলম, সিরাজুল ইসলাম, মো. কামাল ভান্ডারী, আমজাদ, হাজী মো. শফিকুল ইসলাম, মো. শাহ্‌ আলম, আবুল হোসেন, মো. মানিক, শাহীন কুতুবী, মো. জাহাঙ্গীর প্রমুখ। বক্তারা ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে ২০১৩ সালের সড়ক মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম মহানগরী এলাকার জন্য ৪ হাজার থ্রি হুইলার অটোরিকশার দ্রুত নিবন্ধন প্রদান, নগরীর সড়কগুলোতে স্ট্যান্ড বা পার্কিং প্লেস নির্ধারণ, জরিমানার হার চার ভাগের এক ভাগ নির্ধারণ এবং অ্যাপভিত্তিক মোটরসাইকেল চালকদের পেশাদার ড্রাইভিং লাইসেন্স ‘অ্যাপভিত্তিক চালক’ লেখা ইউনিফর্ম পরিধান বাধ্যতামূলক করাসহ ৭ দফা দাবি কার্যকর করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে ১.২৮ কোটি শেয়ার হাতবদল
পরবর্তী নিবন্ধসাগরিকা থেকে ১৪ মামলার আসামি গ্রেপ্তার