সাউদার্ন মেডিক্যাল কলেজ রোড একটি সংকীর্ণ চলাচলের পথ। রাস্তাটি অতি সরু হওয়ায় যান চলাচলের সময় রাস্তার দুইপাশে পথচারীদের আশ্রয় নেওয়ার মত কোন জায়গা থাকে না। ফলে প্রতিটা মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে পথচারীদের চলাফেরা করতে হয়। উল্লেখ্য চট্টগ্রাম শহরের উক্ত রাস্তাটি একটি মরণ ফাঁদ। অধিকন্তু রাস্তায় সিটি করপোরেশনের কোন বাতির ব্যবস্থা না থাকায় রাত্রি বেলায় মোবাইলের আলো দিয়ে চলাফেরা করতে হয়। তাতেও জীবন ঝুঁকি আরো বেশি। এমতাবস্থায় লাইটের ব্যবস্থা করে আল্লাহর ওয়াস্তে জরুরি ভিত্তিতে রাস্তায় ভারী যানবাহন চলাচল বন্ধ করার জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
নাজেম উদ্দিন চৌধুরী, নাসিরাবাদ টেকনিক্যাল, আকিল টাওয়ার।