আগামী সাতদিনের মধ্যে বন্ধ করে দেয়া ইট ভাটাগুলো খুলে দেওয়া এবং রড সিমেন্টসহ নির্মাণসামগ্রীর লাগামহীন মূল্য কমানোর দাবি জানিয়েছে চট্টগ্রাম এলজিইডি ঠিকাদার সমিতি নেতৃবৃন্দ। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। এ সময় দাবি না মানলে সরকারের বিভিন্ন চলমান প্রকল্পের কাজ বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দেয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান টিটু। উপস্থিত ছিলেন মহিউদ্দিন সেফুল চৌধুরী, সাইফুদ্দিন সাবু, জামশেদ চৌধুরী, শওকত হোসেন, নজরুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, ইলিয়াছ হোসেন, আবদুল জলিল প্রমুখ। লিখিত বক্তব্যে বলা হয়, রড সিমেন্টসহ বিভিন্ন নির্মাণসামগ্রীর দাম হঠাৎ করে বৃদ্ধি পাওয়ায় ঠিকাদাররা দিশেহারা হয়ে পড়েছেন। এ কারণে সরকারের চলমান প্রকল্প যথাসময়ে বাস্তবায়ন নিয়ে শঙ্কা রয়েছে। কারণ নির্মাণসামগ্রীর মূল্য বাড়লে প্রকল্পের ব্যয় বাড়ে। এতে ঠিকাদাররা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এমতাবস্থায় গোদের ওপর বিষফোঁড়া হয়ে ওঠেছে ইটভাটা।
হঠাৎ করে চট্টগ্রামের ১৫ থানায় গত ২০ থেকে ২৫ দিন ধরে ভাটার মালিকরা ইট বিক্রি বন্ধ করে দিয়েছে। ইট বিক্রি বন্ধ থাকায় যথাসময়ে প্রকল্প বাস্তবায়ন নিয়ে শঙ্কা প্রকাশ করেছে এলজিইডি ঠিকাদার সমিতি নেতৃবৃন্দ।
লিখিত বক্তব্যে বলা হয়, পাল্লা দিয়ে বাড়ছে রড, সিমেন্ট ও পাথরের মূল্য। ইতোমধ্যে ২০ শতাংশের বেশি মূল্য বৃদ্ধি পেয়েছে। সংকট রয়েছে ভাল মানের বিটুমিনের। সবকিছু মিলে ঠিকাদাররা ক্রমাগত আর্থিক লোকসানের শিকার হচ্ছে।
এই পরিস্থিতি অব্যাহত থাকলে ঠিকাদারদের পেশা ছেড়ে ঘরে বসে থাকা ছাড়া উপায় থাকবে না।
সংবাদ সম্মেলনে ইট ভাটার মালিকদের সাথে আলোচনা করে সংকট নিরসনের উদ্যোগ নিতে স্থানীয় সরকার মন্ত্রীর প্রতি অনুরোধ জানানো হয়। একই সাথে বলা হয়, অন্যথায় আগামী ৭ দিনের পর থেকে সরকারের চলমান প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে না। কারণ বর্ষা সন্নিকটে। এছাড়া যথাসময়ে কাজ শেষ করার পরও বিল পেতে বিভিন্ন হয়রানির ও বিড়ম্বনার শিকার হতে হয় বলে উল্লেখ করেন ঠিকাদার সমিতির নেতারা।