চট্টগ্রামকে ভোক্তাবান্ধব নগরীতে পরিণত করার দাবি

মেয়রকে ক্যাবের স্মারকলিপি

| বুধবার , ১০ মার্চ, ২০২১ at ৯:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামকে ভোক্তাবান্ধব নগরীতে পরিণত করতে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীকে ১২ দফা সুপারিশসহ স্মারকলিপি দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার টাইগার পাসের নগরভবনে ক্যাব চট্টগ্রাম বিভাগীয় ও মহানগর কমিটি নেতৃবৃন্দ এ স্মারকলিপি দেন। এ সময় উপস্থিত ছিলেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন, বিভাগীয় সহ-সভাপতি এম নাসিরুল হক, মহানগর সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, দক্ষিণ জেলা সভাপতি আবদুল মান্নান, মহানগর সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস। আরো উপস্থিত ছিলেন সংগঠনের চান্দগাঁও থানা সভাপতি জানে আলম, কর্নেলহাট থানা সভাপতি ডা. মেসবাহ উদ্দীন তুহিন, সদরঘাট থানা সভাপতি শাহীন চৌধুরী, ক্যাব জামালখান সভাপতি সালাহ উদ্দীন, সাধারণ সম্পাদক নবুয়াত আরা সিদ্দিকী প্রমুখ। ১২ দফা সুপারিশের মধ্যে রয়েছে, ভেজালমুক্ত খাদ্য নিশ্চিতে চসিকের নজরদারি জোরদার, পশু জবাইয়ের পূর্বে ভেটেনারি সার্জনের স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিতকরণ, বাজারের অস্বাস্থ্যকর পরিবেশ উন্নতকরণ, কাউন্সিলরদের মাধ্যমে বাড়ি ভাড়া নিয়ে জটিলতা নিরসন ইত্যাদি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআখতারুজ্জামান বাবু স্মরণ কমিটির শোকরানা মাহফিল কাল
পরবর্তী নিবন্ধপটিয়ায় ভাইয়ের হাতে ভাই খুন