মামলার আরো এক আসামি গ্রেপ্তার

ফটিকছড়ির রাশেদ হত্যা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১০ মার্চ, ২০২১ at ৫:৪৭ পূর্বাহ্ণ

ফটিকছড়ির আলোচিত রাশেদ কামাল হত্যা মামলার আসামি মোহাম্মদ হোসাইনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই চট্টগ্রাম জেলার একটি টীম। গতকাল মঙ্গলবার ভোরে তাকে নাজিরহাট পৌর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন। আদালতে তিনি বলেন, রাশেদ কামাল হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় এলজি ও চার রাউন্ড কার্তুজ তিনি সরবরাহ করেছিলেন। প্রসঙ্গত: গত বছর ১১ জুন রাত সাড়ে আটটার দিকে ফটিকছড়ির নানুপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন প্রকাশ রাশেদ কামাল নানুপুর বাজারের দক্ষিণ পাশে বাজারের উন্নয়ন কাজ তদারকি করছিলেন। এসময় তাকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তার আত্মীয়-স্বজনসহ আশপাশের লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেঙে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় রাশেদ কামালের মা জাহানারা বেগম বাদী হয়ে একই এলাকার সৈয়দ মো. বাকেরকে ১নং আসামি করে এজাহারনামীয় ৬ জনসহ অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে ফটিকছড়ি থানায় একটি মামলা (নং-০৬) করেন। মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয় পিবিআইকে। পিবিআই, চট্টগ্রাম জেলার এসআই মো. শাহাদাত হোসেনকে মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। তিনি গত বছর ২৭ আগস্ট থেকে তদন্ত শুরু করেন। ইতোমধ্যে মামলার ৪ জন আসামিকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ গ্রেপ্তার করেন। ইতোপূর্বে গ্রেপ্তারকৃতদের একজন আসামি মাসুদ উল্লাহ মিরু স্বীকারোক্তিমুলক জবানবন্দিতে জানিয়েছিলেন যে, অস্ত্র সরবরাহ করেছিলেন মোহাম্মদ হোসাইন। পরে গতকাল মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআসলাম চৌধুরীকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
পরবর্তী নিবন্ধবোরকা পরে মদ পাচার, আটক ২