সাথে কানেক্টিভিটি বাড়বে

সেভেন সিস্টার্সের

| বুধবার , ১০ মার্চ, ২০২১ at ৫:৩০ পূর্বাহ্ণ

বাংলাদেশ অর্থনীতি সমিতি চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি ড. জ্যোতি প্রকাশ দত্ত বলেন, রামগড় সীমান্তে ফেনী নদীর ওপর মৈত্রী সেতুর মাধ্যমে রামগড়-সাবরুম নতুন স্থলবন্দর তৈরির সিদ্ধান্তটি প্রশংসনীয়। এই স্থলবন্দরের মাধ্যমে আমরা শুল্ক পাব। এছাড়া দুই দেশের বাণিজ্যের উন্নয়ন হবে। বিশেষ সেভেন সিস্টার্সের সাথে আমাদের কানেক্টিভিটি বাড়বে।
তিনি বলেন, এখন যেহেতু সেতু হয়ে গেছে, সুতরাং আগরতলা পর্যন্ত রেলপথ করা যাবে। অন্যদিকে মীরসরাই ইকোনমিক জোনে ভারতীয় কোম্পানিগুলোর বিনিয়োগ বাড়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে দুই দেশের মধ্যে আঞ্চলিক সহযোগিতা আগের চেয়ে অনেক গুণ বেড়ে যাবে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের আয় বাড়বে ১৭ শতাংশ ভারতের ৮
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দরের গুরুত্ব বৃদ্ধি পাবে