টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২, দশ কোটি টাকার ইয়াবা উদ্ধার

টেকনাফ প্রতিনিধি | মঙ্গলবার , ৯ মার্চ, ২০২১ at ১২:১২ অপরাহ্ণ

টেকনাফে সীমান্তরক্ষী বিজিবি জওয়ানদের সাথে বন্দুকযুদ্ধে দুই মাদক কারবারি নিহত হয়েছে।
এই সময় বিজিবির দুই সদস্য আহত হলেও ঘটনাস্থল হতে প্রায় ১০ কোটি টাকা মূল্যের ৩ লাখ ৬০ হাজার ইয়াবা, দেশীয় অস্ত্র ও কিরিচ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের দাবি নিহতরা মৌলভী পাড়ার বাসিন্দা।
আজ মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম, পিএসসি) আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, রাত প্রথম প্রহরের দিকে নাজির পাড়া বিওপির বিশেষ একটি টহল দল আলুগোলার প্রজেক্ট পয়েন্ট দিয়ে মিয়ানমার হতে মাদকের চালান আসার সংবাদ পেলে বিজিবির বিশেষ একটি টহল দল উক্ত এলাকায় কৌশলী অবস্থান নেয়। কিছুক্ষণ পর ৪/৫জন লোক কাঠের নৌকাযোগে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ করতে দেখে বিজিবি জওয়ানরা তাদের চ্যালেঞ্জ করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে।
এতে বিজিবির নায়েক মাজহারুল ইসলাম (৩৬), সিপাহী রোমন মিয়া (১৯) আহত হলে বিজিবিও জানমাল এবং সরকারি সম্পদ রক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে।
কিছুক্ষণ পর মাদক কারবারি দলের ৩ সদস্য নাফনদীতে ঝাঁপ দিয়ে ওপারে পালিয়ে গেলে গোলাগুলি বন্ধ হয়।
এরপর ঘটনাস্থল তল্লাশি করে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা, ১টি দেশীয় অস্ত্র, ১টি ধারালো কিরিচ সহ অজ্ঞাত গুলিবিদ্ধ আনুমানিক ৩৫ বছর এবং ২০ বছর বয়সী ২ জনের গুলিবিদ্ধ দেহ পাওয়া যায়।
গুলিবিদ্ধ অজ্ঞাত দুই মাদক কারবারি ও আহত দুই বিজিবি সদস্যকে দ্রুত চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া যায়।
সেখানে আহত বিজিবি সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং গুলিবিদ্ধদের মৃত ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তার। নিহতদের ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। এই ব্যাপারে তদন্তসাপেক্ষে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এদিকে স্থানীয়রা নিহতদের মৌলভী পাড়ার মো. বাবুলের পুত্র মো. ইউনুস আলম (৩৫) এবং আবুল কালামের পুত্র মো. রুবেল (২০) বলে নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধ৭ই মার্চের ভাষণেই এসেছে স্বাধীনতা
পরবর্তী নিবন্ধকলকাতায় রেল ভবনে আগুন, ফায়ার ও পুলিশ কর্মকর্তাসহ নিহত ৯