নারী দিবসে স্ট্যান্ডার্ড ব্যাংকের দিনব্যাপী আয়োজন

| মঙ্গলবার , ৯ মার্চ, ২০২১ at ১০:৫৯ পূর্বাহ্ণ

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুল আলম খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, এসইভিপি ও মানব সম্পদ বিভাগের প্রধান আলকনা কে. চৌধুরী, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ নারী কর্মীরা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে দিনের শুরুতে সকল নারী কর্মীকে ফুল দিয়ে বরণ করা হয় এবং অনুষ্ঠান শেষে কেক কাটা হয়। প্রধান কার্যালয়ের ন্যায় স্ট্যান্ডার্ড ব্যাংকের সকল শাখায়ও একইভাবে দিনটি উদযাপন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে খন্দকার রাশেদ মাকসুদ বলেন, ঘরে-বাইরে, কর্মক্ষেত্রে নারীর সকল কর্মকে স্বীকৃতি প্রদান করে তাদের প্রতি সম্মান জানাতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকরোনাকালে ২০৬০ জনের দাফন সৎকার করেছে গাউছিয়া কমিটি
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৪