করোনাকালে মারা যাওয়া ২ হাজার ৬০ জনের গোসল, দাফন ও সৎকার করেছে গাউছিয়া কমিটি। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি। সেখানে সংগঠনের যুগ্ম মহাসচিব ও করোনা রোগী সেবা এবং কাফন-দাফন সৎকার কর্মসূচির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার এ তথ্য জানান। একইসঙ্গে নগরীতে এক একর জায়গায় ১৫০ শয্যাবিশিষ্ট পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মাণের ঘোষণাও দেয়া হয় এদিন। সংগঠনের অঙ্গসংগঠন আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া ট্রাস্টের উদ্যোগে এ হাসপাতাল নির্মাণ করা হবে। সংবাদ সম্মেলনে দেয়া লিখিত বক্তব্যে মোছাহেব উদ্দিন বখতিয়ার বলেন, ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত সারা দেশে ২ হাজার ৬০ জনের দাফন ও সৎকারে সহায়তা দিয়েছে গাউছিয়া কমিটি। এর মধ্যে শুধু চট্টগ্রামে ১ হাজার ৬৬৭ জনের দাফন ও সৎকার করা হয়। এর মধ্যে ৩৫ জন মুক্তিযোদ্ধা, ২৫ জন হিন্দু, ৩ জন বৌদ্ধ ও ১২ জন অজ্ঞাত ব্যক্তি ছিল। তিনি আরো বলেন, মৃতের লাশ দাফন-সৎকারের পাশাপাশি করোনায় আক্রান্ত ১২ হাজার ৫৫০ জন রোগীকে অক্সিজেন সেবা, চারটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে ফ্রিতে প্রায় ২ হাজার ২০০ জন রোগী পরিবহন, অজ্ঞাত ব্যক্তিদের সড়ক ও বাড়ি থেকে এনে চিকিৎসা সেবা নিশ্চিতকরণসহ ১১ হাজারের বেশি মানুষকে ওষুধসহ চিকিৎসাসেবা দেয়া হয়। এছাড়া চট্টগ্রাম নগরীর ছয়টি স্পটে ভ্রাম্যমাণ গাড়িতে করোনা টেস্টের ব্যবস্থা গ্রহণ করা হয়। এর আগে করোনার প্রথম দিকে দেশের ১ লাখ অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী দিয়ে সহযোগিতা করা হয়। গাউসিয়া কমিটির এ সেবা কার্যক্রমে যারা অ্যাম্বুলেন্স, অঙিজেন সিলিন্ডার, সুরক্ষা সামগ্রী, নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মোছাহেব উদ্দিন বখতিয়ার। গাউসিয়া কমিটির এ সেবা কার্যক্রম আগামীতে আরও সমপ্রসারণ এবং যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন, গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার, কেন্দ্রীয় অর্থসচিব কমরুদ্দিন সবুর, করোনাকালীন রোগী সেবা ও কাফন-দাফন কর্মসূচির সদস্য অধ্যক্ষ আবু তালেব বেলাল, মুহাম্মদ আবদুল্লাহ, আহসান হাবীব চৌধুরী হাসান, এরশাদ খতিবী ও শাহাদাত হোসেন রুমেল প্রমুখ। সংবাদ সম্মেলন শেষে করোনা মহামারীতে মৃতদের আত্মার মাগফিরাত ও আক্রান্তদের আশু সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
 
        
