নিউজিল্যান্ড নয় নিজেদের নিয়েই ভাবতে চান মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৯ মার্চ, ২০২১ at ১০:৪৩ পূর্বাহ্ণ

নিউজিল্যান্ড যেন বাংলাদেশের ক্রিকেটের জণ্য বধ্য ভুমি। ঘরের মাঠে যে কোনো প্রতিপক্ষের জন্য সাক্ষাৎ জম নিউজিল্যান্ড। খুব কম প্রতিপক্ষ রয়েছে যারা নিউজিল্যান্ড থেকে সিরিজ জিতে আসতে পেরেছে। তাছাড়া এমন এক সময় নিউজিল্যান্ড সফরে রয়েছে বাংলাদেশ দল যখন কিউইরা রয়েছে দুর্দান্ত ফর্মে। তবে স্বাগতিকদের এই ফর্ম ভুলেও মাথায় আনতে চাইছেন না টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। প্রতিপক্ষ কেমন সে চিন্তা না করে নিজেদের শক্তিমত্তা ও দুর্বলতা নিয়ে কাজ করতেই পছন্দ করেন মাহমুদউল্লাহ। গতকাল সোমবার নিউজিল্যান্ড থেকে এক ভিডিও বার্তায় তিনি বলেন নিউজিল্যান্ড দল খুব ভালো ছন্দে আছে। মাত্রই অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি সিরিজে হারাল। ওই জিনসগুলো মাথায় না এনে আমাদের শক্তি ও দুর্বলতার দিকগুলোর দিকে তাকালে আমাদের খেলার জন্য ভালো হবে।
ঘরবন্দি প্রথম সপ্তাহ শেষে এখন কোয়ারেন্টিনে থেকেই প্রতিদিন গ্রুপে ভাগ হয়ে অনুশীলন করতে পারছেন ক্রিকেটাররা। প্রতি গ্রুপের জন্য বরাদ্দ ২ ঘণ্টা। মাহমুদউল্লাহ জানালেন, তাদের প্রস্তুতি বেশ ভালই চলছে। তিনি বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা অনুশীলন করতে পারছি। এখানকার সুযোগ-সুবিধা ভালো। উইকেটগুলোও খুব ভালো। খুব ভালো অনুশীলন হচ্ছে। যে দুই ঘণ্টা সময় পাচ্ছি তাতে আমরা নিশ্চিত করছি যেন যথাযথ অনুশীলন করতে পারি। স্কিল অনুশীলন, রানিং বা ফিটনেস এসব আমরা করছি এখন। তবে সবাই অনুশীলন বেশ উপভোগ করছি।
নিউজিল্যান্ডের কন্ডিশনে টিম বাংলাদেশকে বারবারই ধুকতে হয়েছে। আর সেই যুদ্ধে প্রতিবারই লজ্জার হার নিয়ে দেশে ফিরতে হয়েছে টাইগারদের। এখন পর্যন্ত নিউজিল্যান্ডের মাটিতে তিন ফরম্যাটে ২৬ ম্যাচ খেললেও জয় পায়নি একটি ম্যাচেও।
প্রথম জয় তুলে নেওয়াটা যে এবারে খুব একটা সহজ হবেনা সেটা বেশ ভালই টের পাচ্ছেন টাইগার টি-টোয়েন্টি দলপতি। তবে তিন বিভাগেই দল হিসেবে পারফর্ম করতে পারলে অতীত ইতিহাস মুছে দেওয়া সম্ভব বলে মনে করছেন মাহমুদউল্লাহ। তিনি বলেন নিউজিল্যান্ডের কন্ডিশন সব সময় চ্যালেঞ্জিং। আমাদের জন্য সহজ হবে না। দল হিসেবে আমাদের পারফর্ম করতে হবে তিন বিভাগেই। আমি মনে করি আমাদের ক্রিকেট খেলার মন মানসিকতা থাকলে আমরা ভালো করব। আমি যত দ্রুত সম্ভব উইকেটটা বোঝার চেষ্টা করি। উইকেটের বাউন্সটা মানিয়ে নেওয়ার চেষ্টা করি । কারণ এ সমস্ত উইকেটে বাউন্সটা বরাবরই থাকে। উইকেটে গতিটা কেমন সেটা বুঝতে পারা খুব বেশি দরকার। নিজেদের প্রাথমিক কাজগুলো ঠিকমতো করতে পারলে ফল ভালো হবে। স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সফরকারি বাংলাদেশের তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ২০ মার্চ ডুনেডিনে। দ্বিতীয়টি ২৩ মার্চ ক্রাইস্টচার্চে আর তৃতীয় ও শেষটি ২৬ মার্চ ওয়েলিংটনে ।

পূর্ববর্তী নিবন্ধমুমতা হেনার বোলিংয়ে ফাইনালে বাংলাদেশ নীল
পরবর্তী নিবন্ধসোনার পাহাড় ঘিরে হুড়োহুড়ি কঙ্গোয়