মীরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মস্তাননগর কাটাবিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে এক প্রীতি ফুটবল ম্যাচ গত ৭ মার্চ অনুষ্ঠিত হয়। সততা সংঘ আয়োজিত এই ম্যাচে অবিবাহিত ফুটবল একাদশ জয়লাভ করে । খেলায় প্রধান অতিথি ছিলেন জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মাস্টার। কামরুল হাসানের সভাপতিত্বে ও মোশাররফ হোসাইন সাগরের সঞ্চালনায় পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আবু তাহের, শহিদ উদ্দিন চৌধুরী, নাজিম উদ্দিন ভূঁইয়া, বিধান কর, শাহীনুর হোসেন শাহীন, ফারুক মালুম, মাওলানা নুরুল আমিন, মজিবুল হক, জাহেদুল ইসলাম সুজন, আমীর হোসেন, আনোয়ার হোসেন ভূঁইয়া প্রমুখ।