দুঃখ শব্দের বানান একিই রকম হলেও, এটা একেক জনের কাছে একেক ভাবে আসে। কারো সংসারে অশান্তি,কারো সন্তান নিয়ে সমস্যা,কারো অর্থের কষ্ট, কারো আবার সব থেকেও মনে সুখ নেই। এইযে পৃথিবীতে একেক জনের একেক রকম সমস্যা, তা শুধু মাত্র সেই ব্যক্তিই বুঝতে পারে যে কষ্টে থাকে। যে অন্যের দুঃখ শুনে, সে হয়তো এটা অনুভব করতে পারে না।আর পারে না বলেই হয়তো অন্যের দুঃখ,কষ্ট নিয়ে উপহাস করে। অনেকে জীবনে অনেক কিছু হারায়। নিঃস্ব হয়ে যায় মূল্যবান কিছু হারিয়ে। আবার কেউ কেউ সব পেয়েও সুখী হতে পারে না। আসলে জীবন সবার এক নয়,আর সবার চাওয়া পাওয়াও এক নয়। তাই সুখের সংজ্ঞাও একেক জনের কাছে একেক রকম। আমরা যখন আপন কাওকে হারায় তখন সেই মানুষটা যার কাছে যত বেশি দামী তার চোখে তত বেশি জল আসে। ঐ মানুষটির জন্য তার কষ্ট সবচেয়ে বেশি হয়। তবে একটা কথা সত্যি, মানুষের চাহিদার শেষ নেই।তাই আমার মতে যার যা আছে, তাই নিয়েই সন্তুষ্ট থাকা উচিত।
তবেই বোধহয় কিছুটা শান্তি পাওয়া যায়।অনেক বেশি কিছু আশা করা যেমন ভুল, তেমনি যা পাই তা নিয়ে সন্তুষ্ট না থাকাটাও ভুল। আমাদের উচিত সুখটাকে নিজের ভেতর থেকে খুঁজে বের করা। অপ্রাপ্তি গুলো বাদ দিয়ে বর্তমানকে নিয়ে খুশি থাকাটাই হলো আসল সুখ