সন্দ্বীপেও হতে পারে বইমেলা, লেখক-সাংবাদিক-পাঠক মিলনমেলা

সাজিদ মোহন | মঙ্গলবার , ৯ মার্চ, ২০২১ at ৫:১৪ পূর্বাহ্ণ

এবারের বইমেলায় অক্ষরবৃত্ত প্রকাশন থেকে প্রকাশিত হচ্ছে সন্‌দ্বীপের ছয়জন লেখকের ছয়টি বই। এর মধ্যে দুটি আবার অক্ষরবৃত্ত পান্ডুলিপি পুরস্কার প্রাপ্ত। অক্ষরবৃত্ত থেকে প্রকাশিতব্য বইগুলোর সঙ্গে ব্যক্তিগতভাবে জড়িত থাকার বাড়তি আনন্দ তো আছেই।
সন্দ্বীপের সাহিত্য সংস্কৃতির ইতিহাসে এটি একটি বড় ঘটনা। সন্দ্বীপের রয়েছে সমৃদ্ধ সাহিত্য ঐতিহ্য। জলবন্দি থেকে শত প্রতিকূলতা সত্ত্বেও সেই ধারাবাহিকতাকে গতিশীল রাখতে মূলধারার সাহিত্যের সঙ্গে সংযুক্ত থাকার চেষ্টা করে যাচ্ছি আমরা। এবার অন্যান্য প্রকাশনী থেকেও বের হবে সন্দ্বীপের লেখকের অনেকগুলো বই।
ফলে ঢাকা, চট্টগ্রাম,বিভিন্ন জেলা ও উপজেলায় হওয়া বইমেলার আদলে সন্দ্বীপে একটি বইমেলা করার স্বপ্ন দেখা যায়। ইচ্ছে আছে সবগুলো বই নিয়ে, সবাইকে নিয়ে সন্‌দ্বীপের মাটিতে বইকে ঘিরে বড় একটি দিনব্যাপী বইমেলা, প্রকাশনা উৎসব, লেখক-সাংবাদিক-পাঠক মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার। আসুন বই কিনি, বই পড়ি, বইয়ের কথা ছড়িয়ে দিই।

পূর্ববর্তী নিবন্ধচাকরির নামে প্রতারণা!
পরবর্তী নিবন্ধদেশকে কি দিলাম সেটাই বড় কথা