আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির (২০১৯-২০২২) সদস্য মনোনীত হয়েছেন চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি, সানোয়ারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ক্রীড়া সংগঠক মুজিবুর রহমান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কমিটি অনুমোদন করেন।
মুজিবুর রহমান সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির বড় ছেলে। ১৯৬৮ সালে তার জন্ম। ১৯৮৪ সালে স্কুল জীবন থেকেই তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ শিবিরের দখলে যাওয়ার পর চকবাজার এলাকায় বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব গড়ে তোলার মাধ্যমে তিনি বঙ্গবন্ধুর আদর্শকে ছড়িয়ে দেওয়ার কাজে নিবেদিত হন। চট্টগ্রামে উচ্চ মাধ্যমিকের পাঠ চুকে যুক্তরাষ্ট্র থেকে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চতর ডিগ্রি নিয়ে পিতার ব্যবসায় মনোযোগী হন। শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য মনোনীত করায় মুজিবুর রহমান প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে দলের যেকোনো দায়িত্ব পালনে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। প্রেস বিজ্ঞপ্তি।