সচেতন নাগরিক গণ উন্নয়ন পরিষদের উদ্যোগে নগরীর লালদীঘি পাড়ে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, বাঁশখালী উপজেলার প্রধান সড়কে যানবাহন বেপোয়ারাভাবে চলাচলের কারণে প্রতিদিনই ঘটছে ছোট-বড় অসংখ্য দুর্ঘটনা। ঘটছে হতাহতের ঘটনাও। সভায় এ ধরনের দুর্ঘটনা জন্য উদ্বেগ প্রকাশ করে দুর্ঘটনা প্রতিরোধে সচেতন নাগরিক গণ উন্নয়ন পরিষদের পক্ষ হতে প্রধানমন্ত্রী, যোগাযোগমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বাঁশখালী প্রশাসনকে লাইসেন্স ছাড়া গাড়ি চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। পুকুরিয়া হতে টৈটং পর্যন্ত মেইন রোড ক্লিয়ার রাখার জন্য এবং রাস্তার পাশে অবৈধ দোকান পাট যাতে না বসে সে ব্যাপারে নজর রাখতে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মো. নুরুল আমিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন পরিষদের উপদেষ্টা সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু। বিশেষ অতিথি ছিলেন ১২নং ছনুয়া ইউনিয়নের চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা, এম. হারুন-অর-রশিদ, সাবেক মেয়র শেখ ফখরুদ্দিন চৌধুরী, সচেতন নাগরিক গণ উন্নয়ন পরিষদের নেতা রাজেন কান্তি দত্ত, আবু আহম্মদ, শহীদ জাহান চৌধুরী খোকন, আবু বক্কর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।