চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মুজিব শতবর্ষ ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত শনিবার রাতে চট্টগ্রাম প্রেসক্লাবে সম্পন্ন হয়েছে। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম। প্রতিযোগিতার দাবায় আলী আকবর, ক্যারাম এককে সেলিম উল্লাহ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ক্যারম দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে সেলিম উল্ল্যাহ ও পারভেজুর রহমান। আর লুডু এককে চ্যাম্পিয়ন নাজিম উদ্দিন। এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপঙ্কর দাশ বাবুর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি নাছির উদ্দিন তোতা টিসিজএ এর সহ-সভাপতি আলী আকবর। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম সম্পাদক এমরাউল কায়েস মিটু, অর্থ সম্পাদক মো. আলমগীর, প্রচার সম্পাদক আশরাফুল আলম চৌধুরী মামুন, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য অমিত দাশ, নুর হাসিব ইফরাজ, সাইমুল আল মুরাদ, নাছিরুল আলম, সুমন গোস্বামী, সনজীব দে, আবু জাহেদ, বাবুন পাল, হাসান উল্ল্যাহ, শীতল মল্লিক, সৈয়দ আসাদুজ্জামান লিমন, সেলিম উল্ল্যাহ, আজিজুল কদির, আহাদুল ইসলাম বাবু, জহিরুল ইসলাম, মো. নাজিম উদ্দীন, রনি গোমেজ, আরশাদ আলী, নাজিম উদ্দিন, নুর জামাল আতিক, তারা চরণ দাশ গুপ্ত টিপু, মোহাম্মদ মনসুর, ইমন, রিটন মজুদার প্রমুখ। ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারম, দাবা ,লুডু সহ ৫টি ইভেন্টে টিসিজেএ ৪৪ জন সদস্য অংশগ্রহন করে।