আনোয়ারার উপজেলার বৈরাগ ইউনিয়নের সামাজিক সংগঠন হযরত মকবুল শাহ্ রহ. স্মৃতি সংসদ আয়োজিত দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত শুক্রবার রাতে মেরিন একাডেমি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় বদলপুরা ফুটবল একাদশ ৩-১ গোলে কাঠগড় ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। সালাউদ্দিন সারোর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আনোয়ার হোসেন কন্ট্রাক্টর। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য মোরশেদুল আলম, সমাজ সেবক মোহাম্মদ খলিলুর রহমান।