নগরীর চকবাজার ও হালিশহর থানার তিনটি নাশকতার মামলায় বিএনপির চারজন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল রোববার মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে উচ্চ আদালতের জামিন শেষে ৪ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেন এবং জামিন আবেদন করেন। মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন।
৪ নেতাকর্মী হলেন-চকবাজারের আব্দুল লতিফ সড়কের বদিউল আলমের ছেলে সাইফুল, ডিসি রোডের মৃত এজহার মিয়ার ছেলে বাবুল, মামুনের ছেলে বাবুল ও হালিশহরের মইন্না পাড়ার জামালের ছেলে মো. জুবাইর।
পিপি ফখরুদ্দিন চৌধুরী বলেন, ২০১৮ সালে করা পুলিশের করা উক্ত তিনটি মামলায় বিএনপির ৫ জন নেতাকর্মী উচ্চ আদালতের জামিন শেষে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক অসুস্থতা বিবেচনায় নিয়ে ১ জনের জামিন মঞ্জুর করেন। বাকীদের জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।