চন্দনাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ২ আসামীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো মো. সেলিম মিয়া প্রকাশ অলিম মিয়া ও মো. বেলাল উদ্দিন রানা। পুলিশ গত শনিবার রাতে এ অভিযান চালায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার দোহাজারী পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে পেঠান আলীর পুত্র জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামী মো. সেলিম মিয়া ও দোহাজারী উল্লাপাড়ার মো. হাবিবুর রহমানের পুত্র মো. বেলাল উদ্দিন রানাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে চালান দেয়া হয়েছে বলে জানান চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার।