সচেতন নারী সমাজ রাঙ্গুনিয়ার মানববন্ধন

ধর্ষণকারীদের গ্রেপ্তার দাবি

| রবিবার , ৭ মার্চ, ২০২১ at ৯:৩৯ পূর্বাহ্ণ

সচেতন নারী সমাজ রাঙ্গুনিয়া শাখার উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে রাঙ্গুনিয়ার গিরুজ ফকির বাড়ীর গৃহবধূকে ধর্ষণকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। সংগঠনের রাঙ্গুনিয়া শাখার সভাপতি মনোয়ারা বেগমের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন মহানগর শাখার সমন্বয়ক প্রিয়াঙ্কা মন্ডল। আরো উপস্থিত ছিলেন, পাখি বেগম, ফাতেমা বেগম. মনি বেগম, ফিরোজা বেগম, রাবেয়া বেগম, শুকতারা বেগম। মানববন্ধন থেকে ধর্ষকদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শন্তি দাবি করা হয়। ভিকটিম হালিমা বেগম মানববন্ধনে উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির শপথ
পরবর্তী নিবন্ধরাঁধুনী কীর্তিমতী সম্মাননা পেলেন চার নারী