নগরীর দেবপাহাড়ে ৭১ কাঠা ভূমিতে পরিকল্পিত সিপিডিএল সুলতানা গার্ডেনিয়া প্রকল্প প্রাঙ্গণে আয়োজিত ‘এই সময়ের সেরা বিনিয়োগ, ৭টি ফ্ল্যাটে দারুণ সুযোগ’ শিরোনামে বিনিয়োগ সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গত ৪ মার্চ শুরু হওয়া এই কার্যক্রমটি ১৪ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
আপন ভাবনা, ভিন্নতা ও নিজস্বতা নিয়ে নগরীর বিভিন্ন লোকেশনে গড়ে উঠছে সিপিডিএলের প্রকল্প সমূহ। প্রতিটি প্রকল্পে রয়েছে নিজস্বতা, তা ফিচারে হোক, ডিজাইনে হোক বা বাজেটে, প্রাণ যেখানে আধারিত হবে অনন্য প্রেরণায়। যেমন দেবপাহাড়ে গড়ে উঠছে সুলতানা গার্ডেনিয়া, পাঁচলাইশ ও হিলভিউ আবাসিক এলাকায় হস্তান্তরের জন্য প্রস্তুত হচ্ছে পার্ক রেসিডেন্স এবং কাজী এম্বোসম, সম্পূর্ণ রেডি অবস্থায় মেহেদীবাগে রয়েছে ক্রিমসন ক্লোভার, জামালখান ও আর নিজাম রোডে নির্মীয়মাণ আয়েশা আইকন ও চারুকাব্য এবং লালখান বাজারে সদ্য শুরু হওয়া সিপিডিএল ফিরোজা। এই প্রকল্পসমূহ হতে নির্বাচিত কিছু ফ্ল্যাট নিয়ে এবারের আয়োজন ‘এই সময়ের সেরা বিনিয়োগ, ৭টি ফ্ল্যাটে দারুণ সুযোগ’। এই বিনিয়োগ সেবা কার্যক্রম সম্পর্কে সিপিডিএলের প্রেসিডেন্ট প্রকৌশলী ইফতেখার হোসেন বলেন, আমরা এই অভূতপূর্ব অফারটি সাজিয়েছি কঠিন এই সময়ে আপনার ঘুরে দাঁড়ানোর অদম্য সংকল্পের সহযাত্রী হতে চাই বলে, সহযোগী হতে চাই আপনার অব্যাহত স্বপ্নযাত্রার। প্রেস বিজ্ঞপ্তি।