কাজের ক্ষেত্রে বরাবরই অত্যন্ত পেশাদার মনোভাব রাখেন পিয়া জান্নাতুল। তাইতো মা হওয়ার পর মাত্র তিন সপ্তাহের মাথায় আবারও সমহিমায় দেখা গেল এই তারকাকে। সমপ্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ফ্যাশন শোয়ের ‘শো স্টপার’ ছিলেন পিয়া। রয়েল আর্টিলারের এ শো’তে ডিজাইনার ছিলেন সেলিনা নুসরাত। খবর বাংলানিউজের।
মজার বিষয় হলো মঞ্চে যখন পিয়া ছিলেন তার শিশু পুত্র অ্যারিস ছিল দর্শক সারিতে। তাছাড়া, সেলিব্রেটি গেস্ট হিসেবে আরও একটি প্রোগ্রামে যোগ দিতে এবার চট্টগ্রাম যাবেন পিয়া। এদিকে, মা হওয়ার পর পিয়ার এত দ্রুত প্রত্যাবর্তনের খবরে অনেকেই চমকে উঠেছেন। তাছাড়া কেউ কেউ প্রশ্ন করছেন তিন সপ্তাহের মধ্যে নিজেকে আবারও পুরোপুরি ফিট হিসেবে তৈরি করলেন কীভাবে? কারণ, মাত্র তিন সপ্তাহ আগে পুত্র সন্তানের জন্ম দেন পিয়া। কম বেশি শারীরিক জটিলতা তো থাকার কথা। অথচ এসব কিছু ছাপিয়ে অল্প সময়ের মধ্যেই কাজে প্রত্যাবর্তন করলেন তিনি। এমনকি তার দ্রুত ওজন হ্রাস অনেকটাই চোখে পড়ার মতো। সবাই নাকি এ বিষয়টাই জোর দিয়ে জানতে চাচ্ছেন পিয়ার কাছে। এ প্রসঙ্গে পিয়া বলেন, কাজের প্রতি যে প্যাশন ও দায়িত্ববোধ তা থেকে নিজেকে তৈরি করেছি। আর দ্রুত ওজন কমানোর বিষয়টি না হয় রহস্যই থাকুক। সবকিছু ঠিক থাকলে সোমবার চট্টগ্রামে একটি অনুষ্ঠানে যোগ দেব। সেখানেও অ্যারিসকে নিয়ে যাব।